Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd ডিসেম্বর ২০২১

০১ ডিসেম্বর ২০২১ তারিখ, রোজ বুধবার : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মো: মোস্তফা কামাল ’হারবেরিয়ামের সেবা সহজীকরণ অ্যাপ’ এবং দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।


প্রকাশন তারিখ : 2021-12-01

অদ্য ০১ ডিসেম্বর ২০২১ তারিখ রোজ বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সম্মানিত সচিব জনাব মো: মোস্তফা কামাল বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ’হারবেরিয়ামের সেবা সহজীকরণ অ্যাপ’ এবং দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন। এ সময় তিনি হারবেরিয়ামের সকল কর্মকর্তা ও কর্মচারীর সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময়সহ হারবেরিয়ামে সংরক্ষিত উদ্ভিদ নমুনা পর্যবেক্ষন, হারবেরিয়াম লাইব্রেরী ও অফিস চত্বর পরিদর্শন করেন। হারবেরিয়ামের বর্তমান পরিচালক ও  অতিরিক্ত সচিব (উন্নয়ন), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় জনাব সঞ্চয় কুমার ভৌমিক এ সময় উপস্থিত ছিলেন। তিনি এবং হারবেরিয়ামের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব সরদার নাসির উদ্দিন হারবেরিয়ামের কর্মকান্ড, গুরুত্ব, গবেষণা কাজে হারবেরিয়ামের বিভিন্ন অর্জন ও সাফল্য মাননীয় সচিব মহোদয় এর সামনে তুলে ধরেন। হারবেরিয়ামের প্রোগ্রামার জনাব মোহাম্মদ রাশেদুল হাকিম হারবেরিয়ামের ‘সেবা সহজীকরণ অ্যাপ’ এর উপর পরিচিতিমূলক সংক্ষিপ্ত প্রেজেনটেশন উপস্থাপন করেন। এরপর সচিব মহোদয় ডিজিটাল সিস্টেমে হারবেরিয়ামের ‘সেবা সহজীকরণ অ্যাপ’ উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি এটিকে সেবাগ্রহীতাদের কাছে পরিচিত করার লক্ষ্যে পেজবুকসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুস্ট আপ করার পরামর্শ দেন। পরবর্তিতে সচিব মহোদয় হারবেরিয়ামের কর্মকর্তা/কর্মচারীদের সরকারি আচরণ বিধিমালাসহ সরকারি চাকুরীর নানা গুরুত্বপূর্ণ বিষয় ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।  এছাড়া হারবেরিয়ামের উদ্ভিদ বিজ্ঞানীদের তাঁদের গবেষণার কাজে দেশী বিদেশী অন্যান্য সমধর্মী গবেষণা প্রতিষ্ঠানের সাথে এমইউ করার মাধ্যমে দেশের উদ্ভিদরাজির গবেষণা কার্যপরিধি বৃদ্ধি করার পরামর্শ দেন।